মোট পৃষ্ঠাদর্শন

জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ৬ জুন, ২০১১

বন্ধুত্বের দাবি

একটা বিকেল শেষে গোধুলি বেলায়,
হালকা বাতাস মনে দোলা দিয়ে যায়।
একঝাঁক গাংচিল ডানা মেলে ওড়ে,
আমরা কজন থাকি মায়ার চাদরে।
হাসি গান আড্ডায় আমরা সবাই,
বন্ধুত্বের দাবি সবাই জানাই।
সন্ধ্যের অবকাশে মেশে কোন সুর?
গীটারের তালে আজ রাত বহুদুর;
আমাদের এই বন্ধুত্বের গানে,
শব্দের মায়াজালে শক্ত বাঁধনে;
রুপসার জলস্রোতে মোদের পরশে,
জোছনার আলো খেলে সোনার আদলে,
চারিদিক সুনসান নিরব নিথর,
আমরা গেয়ে চলি রাত হয় ভোর;
রাত শেষে দিন এসে নতুন আলোয়,
লালচে আভা ঢেলে মোদের জানায়;
বন্ধুত্বের নেই রাত আর দিন,
হই হই রই রই আমরা স্বাধীন,
যদি চাই পাড়ি দেই অসীম সাগর,
মোদেরই পদতলে রাত হয় ভোর;
মোরা সব বাঁধা তেড়েফুঁড়ে আসব চলে,
নতুন এ সোনা রোদ মোদেরই রবে।