মোট পৃষ্ঠাদর্শন

জনপ্রিয় পোস্টসমূহ

মঙ্গলবার, ২৪ মে, ২০১১

স্মৃতি

'একটা সময় ছিল আমার হাতে,
ইচ্ছের পায়ড়াটা উড়তো সাথে;
চোখদুটো ছানাবড়া করে দাঁড়কাক,
দুপুরের রোদ্দুরে পিলে ধরা ডাক।

মায়ের পাশেতে শুয়ে ছোট্ট আমি,
আচারের কৌটোটা কোথায়, জানি
মায়ের ঘুম মাখা মুদে আসা চোখ;
এক ছুটে উঠোনটা ঘুরে আসা হোক।

বিকেলের আলোতে নিয়ে ব্যাট-বল
সারাটি বেলা জুড়ে শুধু শোরগোল
তুমি-আমি আমি-তুমি আমরা সবাই,
টই-টই-রই-রই সারাটি বেলাই;

হঠাত করেই মনে নাড়া দিয়ে যায়,
সেই দস্যি দামাল ছেলে আজকে কোথায়?
সেই বাঁধভাংগা দুষ্টুমি কোথায় গেল?
ইচ্ছের পায়ড়াটা কোথা হারালো?

হঠাত তোমায় দেখে সেই ছেলেটা,
ইচ্ছের রঙ মেখে সারাটি বেলা;
সকাল-দুপুর-সাঝ কত মমতা,
রাত্রির জোনাকিরা আলো দিয়ে যা।

আজকে কোথায় তুমি! কোথায় আমি!
হিসেবের বেড়াজালে থমকে থামি;
গরমিল-গরমিল, শুধু গরমিল
মনের মৌচাকে আচানক ঢিল।

কস্টের দাঁড়কাক পিলে ধরা ডাক,
ইচ্ছের পায়ড়াকে তাড়িয়ে বেড়াক।

নিরাশ আমায় দেখে করুণাতে নয়;
সত্যি কথাই আজ তোমায় জানায়,

অন্ধ এ আমি কবে খুইয়েছি পথ,
পথের কিনারা ধরে হেটে অবসাদ;
সারাদিন একটানা-ছেঁড়া স্যান্ডেল
ইচ্ছের পায়ড়াটা হল ককটেল।

তোমার জন্যে লেখা সব কবিতা,
যদি আওড়ে যাও কভু সারাটি বেলা;
বেলা শেষে খুলে দিও-ওই জানালা,
যেথা চাঁদ এসে আলো দেয় রাত্রিবেলা।

তোমার উঠোনে পাতা সবুজ ঘাসে,
শুয়ে রাত্রি কাটাই আমি তারার সাথে,
চাঁদটাকে দেখেছিনু তোমার ঘরে;
ইচ্ছেরা পথ ভুলেছিল…

চাইনা তোমায় আমি আমার করে,
জানি মিথ্যে অভিলাষে প্রতীমা গড়ে;
কাচের মতই ভাঙ্গে নিজের হৃদয়,
কস্টের দাঁড়কাক সব করে ক্ষয়,
ইচ্ছের পায়ড়াকে তাড়িয়ে বেড়ায়।

আজ আমি তুমি দুইজন দুইটি পথে,
হেটে যেয়ে, হারাবো দুই সীমাতে;
আমার সাথে তো শুধু ছেঁড়া স্যান্ডেল,
স্মৃতিগুলো হয়ে আছে শুধু ককটেল।

জানি মিথ্যে অভিলাষে প্রতীমা গড়ে,
নিজ হাতে ভেঙ্গেছি সব প্রতীমা।'



~~~~M.H.Rahman(04-11)~~~~

শনিবার, ৭ মে, ২০১১

সুর্যের চিঠি এল দুর্বাঘাসে

সুর্যের চিঠি এল দুর্বাঘাসে, এক রাশ কাশফুল ওড়ে বাতাসে,
মিটিমিটি রোদ খেলে নদীর জলে, কোকিলেরা চুপি চুপি কথা বলে;
আমার এ মন কেন! তোমার জন্য এত আকুল হয়?
রোদেলা সকালটা তোমায় ভেবে কেন সন্ধ্যেয় পাড়ি জমায়?
মহুয়ারা গন্ধ বিলায়, পাখির অই গান শোনা যায়।।

তোমার মনের কথা পাখির কন্ঠে ভেসে সাঝের মায়ায়,
চুপি চুপি গান গেয়ে আমায় শোনায়;
বকুল মালা হয়ে তোমার শাঁখে চেপে, আমায় টানে;
মনের দুঃখগুলো নিজের পথ ভুলে সুখের গানে,
হঠাত করে কেন আমারে টানে?
মহুয়ারা গন্ধ বিলায়, পাখির অই গান শোনা যায়।।

একি তবে প্রানে, প্রিয়ার চকিত চাওয়া দোলা দিয়ে যায়?
দিবানিশি তাকে ঘিরে মনের গোপন ঘরে আনমনে সপ্ন সাজায়!
মনের গোপন ঘরে মহুয়ার মালা গেঁথে তারে টানে
প্রেমের পরশে কিগো তারেই আপন করে কাছে টানে?

যদি তাই হয় তবে আমায় নাও নাগো সঙ্গে করে,
দুজনার দুটি মন পথের অবকাশে আজ হারাবে।
সাগরের ঢেউয়ে ভেসে, গাংচীল উড়ে এসে;
হঠাত রাতের চাদর, তারার টোপড় পরে চাঁদ বুড়ি ঘুম পাড়াবে।
দুর্বা ঘাসের মাঝে সবুজ গালিচা এঁকে, রাতের মিস্টি সুবাস, তোমাকেই বারে বারে কাছে টানবে।।
দুর্বা ঘাসের মাঝে সবুজ গালিচা এঁকে রাতের মিস্টি সুবাস তোমাকেই বারে বারে কাছে টানবে।।'