মোট পৃষ্ঠাদর্শন

জনপ্রিয় পোস্টসমূহ

শনিবার, ৭ মে, ২০১১

সুর্যের চিঠি এল দুর্বাঘাসে

সুর্যের চিঠি এল দুর্বাঘাসে, এক রাশ কাশফুল ওড়ে বাতাসে,
মিটিমিটি রোদ খেলে নদীর জলে, কোকিলেরা চুপি চুপি কথা বলে;
আমার এ মন কেন! তোমার জন্য এত আকুল হয়?
রোদেলা সকালটা তোমায় ভেবে কেন সন্ধ্যেয় পাড়ি জমায়?
মহুয়ারা গন্ধ বিলায়, পাখির অই গান শোনা যায়।।

তোমার মনের কথা পাখির কন্ঠে ভেসে সাঝের মায়ায়,
চুপি চুপি গান গেয়ে আমায় শোনায়;
বকুল মালা হয়ে তোমার শাঁখে চেপে, আমায় টানে;
মনের দুঃখগুলো নিজের পথ ভুলে সুখের গানে,
হঠাত করে কেন আমারে টানে?
মহুয়ারা গন্ধ বিলায়, পাখির অই গান শোনা যায়।।

একি তবে প্রানে, প্রিয়ার চকিত চাওয়া দোলা দিয়ে যায়?
দিবানিশি তাকে ঘিরে মনের গোপন ঘরে আনমনে সপ্ন সাজায়!
মনের গোপন ঘরে মহুয়ার মালা গেঁথে তারে টানে
প্রেমের পরশে কিগো তারেই আপন করে কাছে টানে?

যদি তাই হয় তবে আমায় নাও নাগো সঙ্গে করে,
দুজনার দুটি মন পথের অবকাশে আজ হারাবে।
সাগরের ঢেউয়ে ভেসে, গাংচীল উড়ে এসে;
হঠাত রাতের চাদর, তারার টোপড় পরে চাঁদ বুড়ি ঘুম পাড়াবে।
দুর্বা ঘাসের মাঝে সবুজ গালিচা এঁকে, রাতের মিস্টি সুবাস, তোমাকেই বারে বারে কাছে টানবে।।
দুর্বা ঘাসের মাঝে সবুজ গালিচা এঁকে রাতের মিস্টি সুবাস তোমাকেই বারে বারে কাছে টানবে।।'

কোন মন্তব্য নেই: